টাঙ্গাইলে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪২ এএম, ২ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৩৩ পিএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
টাঙ্গাইলে বিএনপির উদ্যোগে আজ বুধবার দুপুরে শহরের একটি কমিনিউটি সেন্টারে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলাল, সাবেক প্রচার সম্পাদক অমল ব্যনার্জী, সৈয়দ আব্দুল মান্নান বাবুল, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুর ইসলাম শফি, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক কামরুল হাসান উজ্জল, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী লিটন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
এসময় হাসানুজ্জামিল শাহীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা মূল স্তম্ভ এবং একজন বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার তাকে নিয়ে প্রশ্ন তোলার শুধু এই অবৈধ নিশিরাতের সরকার প্রধান ও তার অবৈধ মন্ত্রীদের মানায় যা দেশের জনগণ সহ বিদেশেও আলোচিত সমালোচিত হয় এটা একটি স্বাধীন দেশের জন্য দুক্ষজনক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুর রহমান রিপন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন ফারুখ, শহর বিএনপির সহ-সভাপতি এজাজুল হক সবুজ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন আলাল, সাবেক শহর শাখা ছাত্রদলের সভাপতি মারুফ সরোয়ার, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হালিম রেজা, স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মেহেদী হাসান মৃদুল, মনির হোসেন, সংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, প্রচার সম্পাদক সৈয়দ জনি আলম, সাবেক ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক একে এম আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু, উজ্জল হোসেন, যুবনেতা তৌহিদ লিখন, নুরুল ইসলাম রবিন, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রুবেল, সদস্য রিফাত, মাহিদ, সিয়াম সিদ্দিকী, সিনহা সিয়াম, ছুইটসহ বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
পরে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করে দলটি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।