রাজশাহী জেলা বিএনপি নেতা সাইফুল ইসলামের কন্যার মৃত্যুতে মির্জা ফখরুল এর শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫৯ পিএম, ৩১ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৫৫ পিএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল এর একমাত্র কন্যা সামিয়া ইসলাম দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত অবস্থায় ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪ বছর। সামিয়া ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "সামিয়া ইসলাম এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত। একমাত্র কন্যার মৃত্যুতে শোকে কাতর পিতা-মাতাকে সান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"
বিএনপি মহাসচিব শোকবার্তায় সামিয়া ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।