নরসিংদীতে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দিল জেলা বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৮ এএম, ২৭ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:৫৪ এএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
করোনা মহামারীতে সুরক্ষা নিশ্চিত করনে নরসিংদী জেলার শহর ও প্রতিটি ইউনিয়ন পর্যায়ের সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিতরণের লক্ষ্যে নেতাকর্মীদের হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন নরসিংদী জেলা বিএনপি। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় ওষুধ।
আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে এসব সামগ্রী নেতাকর্মীদের হাতে তুলে দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভ‚ইয়া, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, মুক্তিযোদ্ধা তাইজুল ইসলাম, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপি’র সিনিয়র সভাপতি কবির আহমেদ সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বিএনপি নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সব সময়েই দেশের অসহায় মানুষের পাশে থেকেছি এবং থাকবো।