ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ এএম, ২২ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড় বিএনপির উদ্যোগে আজ শনিবার বাদ আসর ব্রীজঘাট বায়তুন নুর জামে মসজিদে খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে করোনা পরবর্তী নানা জটিল রোগে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের মা শায়েস্তা খানমের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রশীদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি এম এ হালিম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, মহানগর মৎস্যজীবী দলের আহবায়ক হাজ্বী নুরুল হক, কোতোয়ালী থানা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান মিয়া, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, সহ-সভাপতি নুর মোহাম্মদ, মোহাম্মদ ইদ্রিস, রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক হামিদুল হক হামু, সাংগঠনিক সম্পাদক আবদুল নাছের সাজ্জাদ, দপ্তর সম্পাদক আবদুর রশিদ খোকন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ওয়াসীম, নগর স্বেচ্ছাসেবক দলের সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ইমরান সিদ্দিকী জেকসেন, নগর ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল হক সোহেল, ওয়ার্ড বিএনপি'র বাণিজ্য সম্পাদক সাজ্জাদ হোসেন বশর, আপ্যায়ন সম্পাদক শফি সওদাগর, বিএনপি নেতা কামাল সওদাগর, আবদুর রহিম, মোহাম্মদ জামাল, ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক নূরুল আলম, যুবনেতা জাহেদুল হক সোহেল, আবদুল গাফফার ডালিম, মোহাম্মদ সাইফুল, ইমরান সিদ্দীকি রানা, ছাত্রনেতা কুতুবউদ্দিন মুন্না, আরিফুল হক বাপ্পা, মোহাম্মদ সালমান, মোহাম্মদ রাকিব প্রমূখ।