চৌগাছায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত, ঢকায় হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪২ পিএম, ১৭ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:১৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানী ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার মাজারে নেতাকর্মীদের উপর পুলিশি হামলা ও যশোর জেলা বিএনপির কার্যালয়ে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে চৌগাছায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে হতে মিছিল শুরু হয়ে স্বাধীনতা ভাস্কার্য মোড় ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক যুবনেতা তাৎক্ষনিক এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
দলীয় সূত্র জানায়, দেশে অনির্বাচিত সরকার মানুষের সব অধিকার আজ হরণ করেছে। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত। স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে এই সরকার ব্যর্থ, তাদের ব্যর্থতার কথা বলতে গেলেই নেমে আসছে নির্যাতন নিপিড়ন। বাংলাদেশের আপোষহীন নেত্রী, তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ্য। প্রিয় নেত্রীর সুস্থ্যতা কামনায় দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে দোয়া মাহফিল। এই দোয়া মাহফিল দেখে সরকার ভীতি। সেকারনে কেন্দ্রীয় বিএনপির উপর পুলিশ লেলিয়ে দেয়া হয়েছে। যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে আহত করা হয়েছে নেতা কর্মীদের। এ খবর ছড়িয়ে পড়লে চৌগাছা যুবদল ক্ষোভে ফেটে পড়েন।
এদিকে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশি হামলা ও জেলা বিএনপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনুচ আলী, এম এ সালাম, আতাউর রহমান লাল, মাসুদুল হাসান, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, যুগ্ম আহবায়ক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাহিদুল ইসলাম, মোবারক হোসেন, সাবেক যুবনেতা শফিকুল ইসলাম শফিক, আব্দুল মান্নান, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ, আরিফুল ইসলাম ওয়াসিম, আবু বক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবকদল নেতা মেহেদী হাসান, আবু বক্কর, ছাত্রনেতা জসিম উদ্দিন, ইমন হাসান রকি প্রমুখ।