মরহুম শফিউল বারী বাবু 'র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১০ এএম, ১২ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৫১ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত দলের কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিউল বারী বাবু 'র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরআন খতম, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) ধামরাইয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, প্রধান বক্তা হিসেবে ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি জনাব শরীফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, যুগ্ম সম্পাদক ও ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক।
সভাপতিত্ব করেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মাসুম আহমেদ, পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু।
আরো উপস্থিত ছিলেন ধামরাই পৌর যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, পারভেজ পাঠান, রুবেল খান, শাকিল আহনেদ হিমেল, ইমরান হোসেন, জাকির হোসেন।
উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সৈয়দ আরিফ সহ ধামরাই পৌর ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি - শফিউল বারী বাবু'র আত্মার মাগফিরাত কামনা করে তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বাবুর উত্থান ও বিএনপি'র রাজনীতিতে তার অবদান তুলে ধরেন।