আগামীকাল সাবেক মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান-এর ৩৭তম শাহাদাৎ বার্ষিকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৪ পিএম, ৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:০৪ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
আগামীকাল শুক্রবার (৬ আগস্ট) সাবেক নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৭তম শাহাদাৎ বার্ধিকী। যথাযথ ভাবগ্তীর্য ও ধর্মীয় উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটি পালিত হবে। সকালে বনানীতে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া এবং সেই সাথে কোরআন খতম ও কোরআন খানির মধ্য দিয়ে দিনটি শুরু করবে বিএনপিসহ শুভানুধ্যায়ীগণ। দিনটি পালনের জন্য দেশ ও বিদেশে সপ্তাহব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আগামীকাল জুমার নামাজের পর ঢাকার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত-এর আয়োজন করা হবে।
মসজিদ সমূহ হলোঃ বায়তুল আমান জামে মসজিদ-ধানমন্ডি, সোবাহানবাগ জামে মসজিদ, আজিমপুর দায়রা শরীফ জামে মসজিদ, হাইকোর্ট মাজার জামে মসজিদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ধানমন্ডি ঈদগাহ মসজিদ, ধানমন্ডি তাকওয়া জামে মসজিদ, গুলশান আজাদ মসজিদ, গুলশান গাউসুল আজম জামে মসজিদ, মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, মুমিন জামে মসজিদ, হযরত আবুবকর সিদ্দীক (রাঃ) জামে মসজিদ, বায়তুল জান্নাত জামে মসজিদ, বায়তুল করীম জামে মসজিদ পলাশনগর জামে মসজিদ, কালশী মসজিদ, মসজিদুল হুদা, হাফেজ আলী জামে মসজিদ এবং ভাবানটেক বাজার জামে মসজিদ। করোনাভাইরাস মোকাবেলায় এলাকাবাসীদের সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনেরজন্য উলিখিত মসজিদ সমূহে বিশেষ আলোচনা করা হবে।
স্বেচ্ছাসেবী সংস্থা সুরভি এ উপলক্ষ্যে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করেছে।
ঢাকার বিভিন্ন এতিমখানায় সপ্তাহব্যাপী বিশেষ মোনাজাত ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। এতিমখানা সমূহের মধ্যে রয়েছে ধানমন্ডি হাফিজিয়া মদ্রাসা ও এতিমখানা এবং ধানমন্ডি জামিয়া তালেমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা। এতিমখানাসমূহে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মাস্ক পরিধান, সাবান দিয়ে হাত ধোয়া ও নিরাপদ শারীরিক দূরতৃ বজায় রাখার জন্য বিশেষ সচেতনতামূলক উপদেশ ও আলোচনা করা হবে।
মরহুমের জন্মভূমি সিলেটে মাহবুব আলী খান স্মৃতি পরিষদ হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) এর দরগা শরীফে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। এ উপলক্ষ্যে বিরাহীমপুর জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই দিনটি স্মরন করে তাঁর পৈত্রিক নিবাস দক্ষিণ সুরমায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বগুড়ায় বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে এ উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া বশুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, পদ্মপাড়া কারিগরী এতিমখানা, খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, লাঠিগঞ্ড অন্ধ এতিমখানায় সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি, দোয়া মাহফিল, মিলাদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। মসজিদ ও এতিমখানা সমূহে করোনা ভাইরাস প্রতিরোধকল্লে মাক্স পরিধান, সাবান দিয়ে হাত ধোয়া ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য বিশেষ আলোচনা করা হবে।
জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (রাঃ) এর মাজার শরীফে এই দিনটি উপলক্ষ্যে বিশেষ মোনাজাত এর আয়োজন করা হয়েছে।
সৌদি আরবের জেদ্দায় দিনটি পালন উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পবিত্র মন্তা শরীফ ও মদিনা শরীফে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। তাছাড়া সৌদি আরবে উমরাহ হত্দ্ব পালন করা হবে। মধ্যপ্রাচ্যের সকল দেশে এ উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহবুব আলী খান স্মৃতিপরিষদ আজ যুক্তরাজ্যে মরহুমের কর্ম ও জীবনী নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করেছে। লন্ডনের ব্রীকলেন মসজিদে বিশে দোয়ার আয়োজন করাহয়েছে। এছাড়া লন্ডনের ফুডব্যাংকে দুস্থদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক এবং হ্যান্ডওয়াশ বিতরণ করা হবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্কে এ উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়ায় মাহবুব আলী খান স্মৃতি পরিবদ কুয়ালালামপুরে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতদ্যতীত মালয়েশিয়ার পুত্রজায়ায পুত্র মসজিদ, কুয়ালালামপুরে মাদ্রাসা দাতো কেরামত, আমপাং জায়ায় মাদ্রাসা তাহফিজ এবং রাওয়া-এ মাদ্রাসা তাহফিজ আল-মুসতাকিম দিনটি উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বেগম মাহবুব আলী খান সকল বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীকে মরহুমের জন্য বিশেষ দোয়া করার অনুরোধ করেছেন।