করোনায় ইবি জিয়া পরিষদের সাবেক সম্পাদকের মৃত্যু, ডানপন্থী শিক্ষক-ছাত্র সংগঠনের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ১১:৪৮ পিএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার। সোমবার (২৬ জুন) দিনগত রাত ১ টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার পৃথক শোকবার্তায় সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।
ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: রশিদুজ্জামান স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, পেশাগত জীবনে অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার ছিলেন অত্যন্ত প্রতিভাবান, সৎ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান। রাজনৈতিক আদর্শবাদীতা, ন্যায়পরায়নতা , স্বচ্ছ-দূরদৃষ্টি, সত্যভাষণে অকপটতা প্রভৃতি নেতৃত্বগুণের কারণে সর্বমহলে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। তাঁর মতাে একজন গুণি শিক্ষক-নেতার অকাল প্রয়াণে ইবি জিয়া পরিষদ তথা সংশ্লিষ্ট নানাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।পরিষদের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ও তাঁর শােকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
অপর এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ও সদস্য সচিব অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নেওয়াজ বলেন, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সাবেক শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নজিবুর রহমান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আকরম হোসেন মজুমদার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সাদা দল এই শিক্ষকদ্বয়ের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করছে এবং তাদের আত্মার মাগফেরাত কামনাসহ শােকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
এছাড়াও শােক জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দল। দলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এক শোক বার্তায় বলেন, অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার আইন বিভাগের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভােস্টসহ বিভিন্ন প্রশাসনিক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে ছাত্রদল গভীরভাবে শােকাহত। ইবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে মরহুমের শােকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রসঙ্গত, অধ্যাপক আকরাম হোসেন মজুমদার বিশ্ববিদ্যালয়ের আবাসিকে অবস্থানকালে তার স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে বাসায় চিকিৎসা গ্রহণ করেন। পরে চিকিৎসার জন্য গত ১৫ জুলাই সপরিবারে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে কিছুদিন আইসিইউতে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২৫ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরদিন ২৬ জুলাই তাঁর স্ত্রী, দুই শিশু সন্তান ও শাশুড়ির অবস্থা উন্নতি হলে তারা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসাই ফেরেন। ওই দিন রাত ১ টার দিকে অধ্যাপক আকরাম হোসেন মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী মাকসুদা আক্তার মুনিয়া একই বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।