প্রবীণ ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনুর ইন্তেকালে বিএনপির শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১২ এএম, ২৭ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৩১ পিএম, ৮ নভেম্বর,শুক্রবার,২০২৪
প্রবীণ ফটোসাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. লুৎফর রহমান বীনু আর নেই।
আজ সোমবার দুপুর ১২টায় খিলগাঁওয়ের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মো. লুৎফর রহমান বীনু অত্যন্ত প্রতিভাবান একজন ফটোসাংবাদিক ছিলেন। তিনি সর্বশেষ দৈনিক ইনকিলাবে সিনিয়র ফটোসাংবাদিক হিসেবে অবসর নেন। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে (ফটো এ্যালবাম ও ছবির বই) ঢাকা-৭১, Struggle for Democracy, আমাদের প্রধানমন্ত্রী, এ চলার শেষ নেই। গতকাল বাদ আসর খিলগাঁও এ স্থানীয় মসজিদে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক :
সিনিয়র ফটোসাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সদস্য, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন ব্যক্তিগত ফটোগ্রাফার লুৎফর রহমান বীনুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, ‘লুৎফর রহমান বীনু বাংলাদেশের একজন খ্যাতিমান ফটোসাংবাদিক ছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সুনামের সাথে তিনি আলোকচিত্রের মাধ্যমে বিভিন্ন বিষয় ও ঘটনাপ্রবাহ বিবৃত ও মূর্তমান করেছেন। বাংলাদেশের রাজনীতি, সমাজ, প্রকৃতি, ঘটনা-দুর্ঘটনা ইত্যাদি তিনি তাঁর তোলা ছবির মাধ্যমে দেশ-বিদেশে তুলে ধরেছেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার থাকাকালীন সময়ে লুৎফর রহমান বীনু দেশনেত্রীর রাজনৈতিক ও রাষ্ট্রীয় কার্যক্রম ক্যামেরার ফ্রেমে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছেন এবং জনগণকে প্রেরণা যুগিয়েছেন। এছাড়া বাংলাদেশের ফটোসাংবাদিকতায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।’ শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মরহুম লুৎফর রহমান বীনুর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন ‘ব্যক্তিগত ফটোগ্রাফার’ লুৎফর রহমান বীনুর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘একজন সিনিয়র ফটোসাংবাদিক হিসেবে লুৎফর রহমান বীনু কালের সাক্ষী ছিলেন। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক এবং রাজনৈতিক, সামাজিক ঐতিহাসিক ঘটনা-দুর্ঘটনা ক্যামেরাবন্দি করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে উপস্থাপন করেছেন। প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘ব্যক্তিগত ফটোগ্রাফার’ ছিলেন তিনি। সেই সময় এবং পরবর্তীকালেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মকান্ড আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন। ফটোসাংবাদিকতার আধুনিকায়ন ও বিকাশে তিনি দেশে-বিদেশে কাজ করেছেন নিরলসভাবে। তিনি তাঁর কর্মে সৃজনশীলতা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন এবং ফটোসাংবাদিকতার মূল্যবোধ ও শিষ্টাচার বজায় রেখেছেন। ঝুঁকি নিয়ে সততা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে ফটোসাংবাদিকতা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবে না।’ শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় শোক জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মো. সিরাজ এমপি।
বিএফইউজে ও ডিইউজে’র শোক : প্রখ্যাত ফটোসাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সিনিয়র সদস্য লুৎফর রহমান বীনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘লুৎফর রহমান বীনু ছিলেন পেশাদার ফটোসাংবাদিকতার এক উজ্জ্বল নাম। তিনি দৈনিক ইনকিলাব ও দৈনিক সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি নিজের দক্ষতা ও যোগ্যতা পালনে সমর্থ হয়েছিলেন। তিনি ছিলেন একজন ভাল মনের মানুষ। তাঁর অকালমৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ এছাড়া জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য মো. লুৎফর রহমান বীনুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।