দলমত নির্বিশেষে করোনা রোগীদের করোনা হেল্প সেন্টার সেবা দেওয়া হবে - সাঈদ আহমেদ আসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৮ পিএম, ১৭ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৫:২৫ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
শরীয়তপুর জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আহ্বান দলমত নির্বিশেষে করোনা রোগীদের করোনা হেল্প সেন্টার সেবা দেওয়া হবে। তার-ই ধারাবাহিকতায় শরীয়তপুর-৩ আসনে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করলাম। কারণ বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে ও দেশের মানুষকে নিয়ে অনেক ভাবতেন এবং মানুষের কথা চিন্তা করতেন। আর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন। এছাড়া বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় না থেকেও নিজে দেশের মানুষের জন্য চিন্তা করেন ও তাদের কল্যাণে কাজ করেন এবং এসব কাজে দলের নেতাকর্মীদের উৎসাহিত করেন।
গতকাল শুক্রবার (১৬ জুলাই ২০২১) বিকালে ডামুড্যা উপজেলা বিএনপি'র কার্যালয়ে তাঁর (সাঈদ আহমেদ আসলাম) তত্ত্ববধানে ও সার্বিক সহযোগিতায় ডামুড্যা-ভেদরগঞ্জ ও গোসাইরহাট (শরীয়তপুর-৩) করোনা হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন। উক্ত করোনা হেল্প সেন্টারের কার্যক্রম হলো; বিনা মূল্যে চিকিৎসা সেবা (ডাক্তার পরামর্শ, ঔষধ, অক্সিজেন সিলিন্ডার ও এ্যামবুলেন্স)।
ডামুড্যা উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব ফজলুল করিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. শহাদাৎ হোসেনের সঞ্চালনায় উক্ত করোনা হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, বিএনপি'র কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।
বিশেষে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, বিএনপি'র কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। অনুষ্ঠানে বিএনপি'র কেন্দ্রীয় (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ এর প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা থাকলেও তার একটি জরুরী কাজ থাকায় সে অংশগ্রহণ করতে পারেনি। এসময় অনুষ্ঠানে শরীয়তপুর জেলা সহ বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।