মোবাইল করলেই পাবনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন পৌঁছে দেবে অক্সিজেন সিলিন্ডার - শিমুল বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ এএম, ৯ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:০২ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, আমি রাজনীতিতে এসেছি পদ পদবী, কিংবা অর্থ উপার্জন করতে নয়। আমি রাজনীতিতে এসেছি গরীব অসহায় মানুষের অধিকার আদায়ের জন্য এবং আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে।
আজ পাবনা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে ভিডিওর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে যে কেউ ফোন করলে আপনারা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতারা জেলা শহর পাবনাতে করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমূল বিশ্বাসের সহযোগিতায় ও পাবনা জেলা বিএনপির উদ্যোগে করোনা রোগীদের জন্য এই অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারণে বেশিরভাগ রোগী শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগে থাকেন। বর্তমানে অনেক রোগী হাসপাতালসহ নিজ বাড়িতেই চিকিৎসকের পরাপর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ করোনা রোগীদের হঠাৎ করেই দেহের অক্সিজেন ঘাটতি দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে অনেক সময় বুঝে ওঠার আগেই রোগীরা অক্সিজেন স্বল্পতার কারণে মৃত্যু বরণও করছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে রোগীর স্বজনেরা যদি বুঝতে পারেন তবে কল করুন জেলা বিএনপি করোনা কালীন অক্সিজেন সেবা প্রদানের হট লাইনে। ফোন করলেই খুব দ্রুত সময়ের মধ্যে বিনামূল্যে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার আপনার বাড়িতে। এই কাজে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০০ জন স্বেচ্ছাসেবক দিনরাত সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।
এ সময় বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান তোতা, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, পাবনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ তৌফিক হাবিব. একেএম মুসা, সাবেক যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মাসুম বগা, আনিসুল হক বাবু, রেহানুল ইসলাম বুলাল, আবু বকর সিদিক মকু, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সহ-দফতর সম্পাদক মানু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সন্জু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা, সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আমাদের হট লাইনে ফোন করুন। হটলাইন নাম্বার -০১৭১৫৪৬৩৪৭৫ ও ০১৭১১৮০১৯৩৩।