মানিকগঞ্জে আ’লীগ নেতার দখলে শ্রমিক ইউনিয়ন অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৬ পিএম, ২৩ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:০৮ এএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
’জোর যার মুল্লুক তার’ বচনটির শতভাগ বাস্তবায়নে মানিকগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান চালক ও সহকারী ইউনিয়ন অফিস দখল করে রেখেছে জেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী।
জানা গেছে, ক্ষমতার দাপটে দীর্ঘদিন পক্ষু দুস্থ শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে আসছে। ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান চালক ও সহকারী ইউনিয়ন অফিস দখল করে তালা ঝুলিয়ে রেখেছে প্রভাবশালী আ’লীগ নেতা লিয়াকত আলী ভান্ডারী। ২০১৩ সালে মানিকগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান চালক ও সহকারী ইউনিয়নের জেলা কমিটি গঠন করা। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর নতুন কমিটি গঠন করতে হবে। নতুন কমিটি গঠন না করেই অবৈধ ক্ষমতা প্রয়োগ করে ২০১৩ সালে গঠিত কমিটি দিয়েই শ্রমিক কল্যান তহবিলের নামে চাঁদা আদায় করে আসছে লিয়াকত আলী ভান্ডারী, জসিম ও ইদ্রিস। সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন না করে নিজের স্বার্থে দীর্ঘদিন যাবত কল্যাণ তহবিলের নামে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করে নিজের ভাগ্য বদল করেছে লিয়াকত আলী ভান্ডারী। শ্রমিকদের কল্যানে চাঁদা আদায় করা হলেও শ্রমিকদের কোন স্বার্থ হাসিল হয়নি। একক ভাবে শ্রমিক কল্যাণের উত্তোলনকৃত অর্থ আত্মসাৎ করায় প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হয়েছে সংগঠনের অন্যান্য শ্রমিক নেতারা। ইতোমধ্যে সংগঠনের বিপুল পরিমান অর্থ আত্মসাৎ এবং শ্রমিক নেতাদের মারধর করার প্রতিবাদে সংগঠনের অন্যান্য শ্রমিক নেতারা লিয়াকত আলী। ভান্ডারী, জসিম ও ইদ্রিস আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এর পর থেকে সংগঠনটির অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে লিয়াকত আলী ভান্ডারী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় সংগঠনের অফিসে তালা ঝুলানো অবস্থায় রয়েছে।
সংগঠনটির দপ্তর সম্পাদক মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ সংগঠনের সংখ্যাগরিষ্ঠ নেতাদের বাইরে রেখে একক ভাবে সংগঠনের কল্যান তহবিলের নামে চাঁদা আদায় করছে লিয়াকত আলী ভান্ডারী, জসিম ও ইদ্রিস আলী। ২০১৩ সালে কমিটি গঠনের পর থেকে এ পর্যন্ত আদায়কৃত চাঁদার কোন হিসাব দেয়নি। উল্টো কমিটির অন্য নেতাদের ভয়ভীতি দেখিয়ে মারধর করেন। শ্রমিকদের কল্যাণ তহবিলের হিসাব চাইতে গিয়ে সম্প্রতি মারধরের শিকার হন ৩ শ্রমিক নেতা। এরই প্রতিবাদে গত ১৫ জুন সংবাদ সম্মেলন করা হলে আমাকে ও সংগঠনের অন্যান্য নেতাদের প্রাননাশের হুমকী দেয়া হয় এবং সংগঠনের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে লিয়াকত আলী ভান্ডারী।
সংগঠনের প্রচার সম্পাদক নয়া মিয়া বলেন, অবৈধ ক্ষমতা ও আধিপত্তের কারণে সাধারন শ্রমিকরা জিম্মি হয়ে পড়েছে। শ্রমিকদের কল্যানে সংগঠন করা হলেও বাস্তবে শ্রমিকদের কোন উপকারে আসছে না। কল্যাণ তহবিলের নামে যে চাঁদা আদায় করা হয় সত্যিকারে সেই চাঁদার টাকা শ্রমিক কল্যাণে ব্যবহার হচ্ছে না। নিজের স্বার্থে পকেটভারী করার উদ্দেশ্য নিয়ে ২০১৩ সাল থেকে শ্রমিকদের জিম্মি করে অবৈধ ক্ষমতা ব্যবহার করে সংগঠনের কল্যাণ তহবিলের সমস্ত টাকা আত্মসাৎ করেছে লিয়াকত আলী ভান্ডারী।
এ বিষয়ে জেলা আ’লীগের শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী বলেন, ২০১৩ সালে কমিটি গঠন করার পর এখন পর্যন্ত মাঝে চাঁদাবাজদের বাইরে রেখে আরও দু'বার কমিটি গঠন করা হয়েছে। আর সংগঠনের অফিস সব সময় খোলা রাখা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুর রহিম বলেন, দেশের প্রত্যেক জেলার শ্রমিকদের ন্যায্য অধিকার এবং অসহায় দুস্থ্য পক্ষু ও মৃত শ্রমিকদের পাশে দাঁড়াতে সরকার শ্রমিক ইউনিয়ন গঠন করেছেন। এরই ধারাবাহিকতায় জেলার শ্রমিকদের কল্যাণে জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। আমার জানামতে ২০১৩ সালের পর মানিকগঞ্জ জেলা কমিটি পুনরায় গঠন হয়নি। যদি সংগঠনের অফিসে তালা দেয়া হয় তা সংগঠন পরিপন্থী। এবং সারাদেশের শ্রমিকদের অধিকার আদায়ের মুখে তালা দেওয়ার সামিল।