নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৭ পিএম, ২০ জুন,রবিবার,২০২১ | আপডেট: ০২:০৮ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইরে মজলুম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন মীর্জা আব্বাস, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা খাইরুল কবির খোকন, হাবিবুন্নবী খান সোহেল, আমান উল্লাহ আমান, শরাফত আলী সফু, কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী।
কেন্দ্রীয় নেতারা এসময় দলের নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা প্রদান করেন এবং আগামী দিনের নানা কর্ম পরিকল্পনা তুলে ধরেন। নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে বলেন নেতারা।
সভাস্থলে নারায়ণগঞ্জে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি মোশতাকুর রহমান মোস্তাক, এতে নারায়ণগঞ্জে সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
এতে বক্তব্য রাখতে গিয়ে সায়েম বলেন, দেশ আজ এক ক্রান্তিলগ্ন পার করছে। আমরা সকলেই রয়েছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল একটি শক্তিশালী ইউনিট। দলের সেকোন প্রয়োজনে ও জিয়া পরিবারের জন্য এ ইউনিটের নেতাকর্মীরা সব সময় প্রস্তুত। যেকোন ডাক আসলে আমরা সকলেই একসাথে নির্দেশনা পালন করবো আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সালুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা, সালেহ মোহাম্মদ স্বপন, মনিরুজ্জামান মনির, জাহিদ আমির, রবিন, রাসেল মাহমুদ, রফিকুল ইসলাম রফিক, রাসেল আহমেদ, আব্দুল হালিম, আলী আহমেদ, মনির হোসেন, শফিউল আজম রাজু, যুগ্ম সম্পাদক আবুল হোসেন পায়েল, জি এম আনোয়ার গাজী, নাসির উদ্দিন, আয়নাল, মামুন সানি, সেলিম, শাহ আলম, আবু দায়েন, ইলিয়াস, মোহসীন, মুরাদ, স্বপন, জামান, জীবন, মামুন প্রধান, শফিক, নয়ন, এজাজ, আতিক, মামুন, হযরত, রুহুল আমিন, নজরুল, শাহীন, মোমেন, লিটন সরকার, হাফিজুর রহমান, বাবুল, রায়হান প্রমুখ।