টিএসটি চত্ত্বরে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শ্রীপুরে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭ এএম, ৪ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:১৫ পিএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের পৈশাচিক হামলার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর উপজেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউর করিম রিফাত মোড়ল ও সদস্য সচিব আমিনুল সরকারের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন রাকিব, সজীব সিকদার, সবুজ, বাপ্পি সরকার, মামুন ফরাজী, ইসমাইল। সদস্য আরিফ রফিক, আরিফ, রানা, মাহফুজ, রিপন সরকার, মিশু, ইয়াছিন, সেলিম, আলামিন, জাফর, রহমতুল্লাহ্, ইলিয়াস, সজীব, মাসুম, ইফরান, মালেক, শিহাব, রোহান, নাসিম শেখ, মাহবুবুর, সোহাগসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।