খাদ্যের নিশ্চয়তা না হলে ১৫ এপ্রিল লকডাউনবিরোধী সমাবেশ - বাসদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬ এএম, ১২ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০১:২২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
লকডাউনের আগে শ্রমিকদের পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্থ সহায়তার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যলয় থেকে মহিলা ও পুরুষ শ্রমিকদের নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদররোড অশ্বিনী কুমার টাউন হল সড়কে একত্রিত হয়ে সমাবেশ করা হয়। বরিশাল জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে করোনাকালীন সময়ে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, শ্রমিক নেতা মাকি হাওলাদারসহ আরও অনেকে। বক্তব্যে নেতা বলেন, শ্রমিকদের খাদ্য নিশ্চিত না হওয়ার আগে লকডাউন কার্যকর করা যাবে না। শ্রমিকদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্ধ ছাড়াও খাদ্য রেশনিং চালু, শেবাচিমে করোনা ইউনিটের আসন ও আইসিইউ বেড বৃদ্ধি এবং নগরীতে আইসোলেশন চালু করার দাবি জানানো হয় এ সময়। লকডাউনের আগে এসব দাবি পূরণ না করা হলে আগামী ১৫ এপ্রিল লকডাউনবিরোধী সমাবেশ করার হুঁশিয়ারি দেন তারা।