ঢাকার কোথাও আইসিইউ ফাঁকা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৯ এএম, ২৩ মার্চ,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৫৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৮০৯ জন, মারা গেছেন ৩০ জন। দেশে গত ২০ আগস্টের পর থেকে একদিনে শনাক্ত এটাই সর্বোচ্চ আর গত সাত জানুয়ারিতে মারা গিয়েছিলেন ৩১ জন। গত ২৪ ঘন্টায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, তালিকাভুক্ত করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ফাঁকা শয্যা ক্রমেই কমে আসছে। দেশের অন্যতম করোনা ডেডিকেটেড ছয়টি হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই। হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য নির্ধারিত থাকা ৯৫টি আইসিইউ শয্যার মধ্যে রোগী ভর্তি আছেন ৯০ জন, শয্যা ফাঁকা রয়েছে মাত্র পাঁচটি। অধিদফতরের তালিকাভুক্ত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ১৬টি শয্যার সবগুলোতে রোগী ভর্তি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০টি শয্যার সবগুলোতে রোগী ভর্তি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয়টি বেডের মধ্যে সবগুলোতে রোগী ভর্তি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০টি শয্যার সবগুলোতে রোগী ভর্তি, মুগদা জেনারেল হাসপাতালের ১৪টি শয্যার সবগুলোতে রোগী ভর্তি আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৬টি শয্যার সবগুলোতে রোগী ভর্তি।
শুধু রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫টি শয্যার মধ্যে ফাঁকা রয়েছে তিনটি, রোগী আছেন ১২ জন। আর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ৮টি শয্যার মধ্যে রোগী আছেন ছয়জন, ফাঁকা রয়েছে দুটি। অপরদিকে অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি নয়টি হাসপাতালের ১৬৮টি আইসিইউ’র মধ্যে রোগী ভর্তি আছেন ১২১ জন, শয্যা ফাঁকা রয়েছে মাত্র ৪৭টি। অর্থাৎ ঢাকা শহরের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের মোট ২৬৩টি আইসিইউ শয্যার মধ্যে রোগী ভর্তি আছেন ২১১ জন আর শয্যা ফাঁকা রয়েছে মাত্র ৫২টি। চট্টগ্রাম মহানগরীর তালিকাভুক্ত সাতটি হাসপাতালের মধ্যে সরকারি চার হাসপাতালে আইসিইউ রয়েছে ২৫টি, তার মধ্যে রোগী ভর্তি আছেন ১৪ জন, আর শয্যা ফাঁকা রয়েছে ১১টি। বেসরকারি তিন হাসপাতালের ২০টি শয্যায় রোগী ভর্তি আছেন ১০ জন, ফাঁকা রয়েছে ১০টি। করোনা রোগীদের জন্য সারাদেশে আইসিইউ রয়েছে ৫৪০টি। এর মধ্যে রোগী ভর্তি আছেন ২৯৮ জন, আর বেড ফাঁকা রয়েছে ২৪২টি।