ঢাবির টিএসসি প্রাঙ্গণে ডিবি পুলিশের গ্রেফতার আতংকের প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ পিএম, ১ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৩:০১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গত কয়েকদিন যাবত ছদ্মবেশী ডিবি পুলিশের গ্রেফতার আতংকের চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
উল্লেখ্য যে, ডিজিটাল নিরাপত্তা আইনের বলি, কারাবন্দী অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক মুশতাক আহমেদ হত্যার প্রতিবাদে সরব ঢাবি ছাত্রদলের আহবায়ক সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক, স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সক্রিয় ছাত্রনেতা আতিক মোর্শেদকে গতকাল দিবালোকে টিএসসি এলাকা থেকে ডিবি পুলিশ উঠিয়ে নিয়ে নিয়ে গিয়ে থানায় গ্রেফতার দেখায়। এরও ক'দিন আগে ঢাবির প্রগতিশীল ছাত্র জোট নেতা মোঃ তামজীদ হায়দার, নজির আমির চৌধুরি জয়, এসএম তানজিমুর রহমান, মোঃআকিফ আহমেদ, মোঃ আরাফাত সাদ, নাফিজা জান্নাত ও জয়তী চক্রবর্তীকে পুলিশ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করে।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ন্যায়ের পক্ষে কথা বলাটাই যেন এখানে অমার্জনীয় অপরাধ। যার জ্বলন্ত সাক্ষী কারা অন্তরীণ সাংবাদিক মুশতাক হত্যাকাণ্ড। আওয়ামী চেতনাধারী পুলিশ না-হয় অতি উৎসাহে এমন বেপরোয়া কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের নির্লজ্জ তাঁবেদারি করছে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করছেটা কী! বরাবরের মতোই মেরুদণ্ডহীন নির্বিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সন্তানতুল্য ছাত্রদের অধিকার হরন করে নির্লিপ্তভাবে আওয়ামী সরকারের গোলামী করে যাচ্ছে। এইসব গ্রেফতার ঘটনা জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো যে, ঢাবি কর্তৃপক্ষ তার শিক্ষার্থীদের কার্যত কোন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃশ্যমান তেমন কোন পদক্ষেপ না নেওয়ায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন এবং এই ব্যর্থতার দায় নিয়ে কতৃপক্ষের অপসারণের দাবি জানান।
নেতৃদ্বয় সরকার বাহাদুরের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এমন ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতি খোদ সরকারের জন্যেও ভালো ফলাফল বয়ে আনবেনা। তাই নেতৃবৃন্দ সরকারের প্রতি গ্রেফতারকৃত ছাত্র নেতৃবৃন্দের অনতিবিলম্বে মুক্তি ও রাজনৈতিক শুদ্ধাচারের আহবান জানান।