বউয়ের দিকে কেউ আঙুল তুলে কথা বললে ব্যবস্থা নেব - নাসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২১ এএম, ২৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:০০ এএম, ১৬ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
বিশ্ব ভালোবাসা দিবসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পর থেকেই স্ত্রীর নানা বিষয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। স্ত্রী তামিমা তাম্মীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম মুখরোচক গল্পও বের হয়। এমতাবস্থায় স্ত্রীর দিকে কেউ আঙুল তুলে কথা বললে তাকে ছেড়ে দেবেন না বলে জানিয়েছেন নাসির।
আজ বুধবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে নাসির বিভিন্ন বিতর্কিত বিষয়ে কথা বলেন। সেখানেই তিনি বলেন, আমি সাড়ে ৪ বছর ধরে তামিমাকে চিনি। আমরা বিয়ে করেছি আইনগতভাবে, ইসলামি শরিয়ত মেনে। আমাদের মনে অন্য কিছু থাকলে গোপনে বিয়ে করতাম না।
তিনি আরো বলেন, আমি সবই জানি যে ওর বিয়ে হয়েছিল, বাচ্চা আছে। আমি আইনগতভাবেই এসেছি। আমরা যা করেছি সব লিগ্যাল ভাবেই করেছি। সবার কাছে অনুরোধ, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমাকে নিয়ে কথা বলছেন তারা এসব থেকে দূরে থাকেন।
নাসির যোগ করেন, আজ যা তামিমার সাথে হচ্ছে, কাল তা আপনার সাথেও হতে পারে। এতদিন সে শুধু তামিমা ছিল, এখন তামিমা হোসেন। আমি চাই না আমার বউয়ের দিকে কেউ আঙুল তুলে কথা বলুক। কেউ বললে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।