খিলক্ষেতে পুলিশ হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩০ পিএম, ১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৩৪ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ঢাকার উত্তরায় রাজউক ভবনে দু দলের সংঘর্ষের ফলে আটক হিরন মিয়া (৫০) পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অসুস্থ হয়ে পড়লে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এরে আগে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আটক করে পুলিশ। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, খিলক্ষেতের ব্যবসায়ী হিরন মিয়া বিকেল ৫টা ১০ মিনিটে উত্তরা পূর্ব থানায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করা হয়।
তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় রাজউক উত্তরা ভবনে সংঘর্ষের ঘটনায় হিরনকে আটক করা হয়। ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হিরনকে আটক করে। ৪০ মিনিট পর আমিনুল ইসলাম নামে একজন হিরনের বিরুদ্ধে মামলা করার সময় উত্তরা পূর্ব থানায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হিরনের পরিবার জানিয়েছে, তিনি রাজউক অফিসে গিয়েছিলেন একটি পরিকল্পনার অনুমোদন নিতে। হিরনের স্ত্রী জানান, এ সময় কয়েকজন তাকে মারধর করে আটকে রাখে। এরপর তারা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।