রেলের ১ হাজার ৯শ অস্থায়ী গেটকিপার পায়নি ৪ মাসের বেতন-বোনাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ এএম, ৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:৩৯ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রেলওয়ের ১ হাজার ৯শ অস্থায়ী গেটকিপার গত ৪ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। গত কোরবানির ঈদে বেতনের পাশাপাশি বোনাসও পাননি এসব গেটকিপার। তীব্র রোদ-বৃষ্টিতে ভিজে দিনরাত-সমানতালে নিরাপদ ট্রেন চলাচলের জন্য রেল লাইনের ক্রসিংগুলোতে দায়িত্ব পালন করছেন গেটকিপাররা। যাদের সক্রিয় দায়িত্ব পালনের ওপর সারাদেশে নিরাপদ ট্রেন চলাচল করছে, তারা নিয়মিত বেতন-বোনাস না পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। রেলওয়ে পূর্বাঞ্চলের অস্থায়ী গেটকিপার ঐক্য পরিষদ নেতারা জানান, আমাদের অস্থায়ী চাকরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। রেলপথ মন্ত্রী ও সচিব আন্তরিক। তারা চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান। একইসাথে বকেয়া বেতন-বোনাস প্রদানের দাবি জানান।
গত চার মাসের বকেয়া বেতন ও কোরবানির ঈদ বোনাস প্রদানের দাবিতে গত সোমবার সকালে রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে পূর্বাঞ্চলের জিএমের মাধ্যমে মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ ব্যাপারে রেলওয়ে শ্রমিক লীগ নেতা মো. সিরাজুল ইসলাম জানান, পূর্বাঞ্চলে ১০৩৮ জন এবং পশ্চিমাঞ্চলে ৮৬৫ জন অস্থায়ী গেটকিপার গত ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। গত ঈদের বোনাসও পাননি। তাদের বকেয়া বেতন-বোনাস প্রদানের জন্য গত সোমবার পূর্বাঞ্চলের জিএমের সাথে দেখা করেছি। তিনি বলেছেন নতুন সিস্টেমের কারণে (রেলের আইবাস সিস্টেম) বেতন প্রদানে কিছুটা সমস্যা হচ্ছে। তবে এর মধ্যেই বেতন-বোনাস পেয়ে যাবেন। তাদের চাকরি স্থায়ী হওয়া উচিত।