কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৬ পিএম, ২৮ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৭:০৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার আসামি মোঃ গুলজার হোসেন (৬০) মারা গেছেন।
আজ শনিবার (২৮ আগস্ট) ভোরের দিকে কারাগারে অসুস্থ বোধ করেন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাতটার দিকে মৃত ঘোষণা করেন।
সঙ্গে আসা কারারক্ষী রিপন জানান, ভিকটিম বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন তিনি, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেকে মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামি অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তিনি মারা যান।
পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কারাগারে অবগত করা হয়েছে।