ঢাকায় রিমান্ডে আসামির মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২ এএম, ৪ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৩১ এএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশের হেফাজতে মো. লিটন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, লিটন আত্মহত্যা করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতারের পরে পুলিশ তাকে দুই দিনের রিমান্ডে নিয়েছিল। পুলিশ বলছে, রিমান্ডের প্রথম দিনেই তিনি আত্মহত্যা করেন। লিটনের বাড়ি বগুড়ার কাহালু থানা এলাকায়।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তাপস কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, লিটন নামে ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। লক-আপের ভেতরে কম্বল ছিঁড়ে ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এডিসি তাপস কুমার দাস বলেন, লক-আপের ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে। এই ঘটনা তদন্তে একজন অতিরিক্ত উপ-কমিশনারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী কী ব্যবস্থা নেয়া যেতে পারে সেই সুপারিশও করবে কমিটি।
তিনি আরও বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করবেন। লাশ টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।