এপ্রিলে সারা দেশে ধর্ষণের শিকার ৮০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৯ এএম, ১ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৩১ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
এপ্রিলে সারা দেশে ৮০টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংস্থার কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে এ তথ্য তুলে হয়।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
মহিলা পরিষদ জানায়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এপ্রিল মাসে মোট ২৪৩ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮০ জন, যার মধ্যে ৩৩ জন কন্যাসহ ৪৭ জন নারী ধর্ষণের শিকার, ১৮ জন কন্যাসহ ৩০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার, ২ জন কন্যাসহ ৩ জন ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। এছাড়া ৬ জন কন্যাসহ ৮ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
তথ্য বলছে, ২ জন কন্যাসহ ৭ জন শ্লীলতাহানির শিকার হয়েছেন এবং ৭ জন কন্যাসহ ৯ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। মহিলা পরিষদ তথ্য বলছে, এপ্রিলে এসিড দগ্ধের শিকার ১ জন, ৩ জন অগ্নিদগ্ধের শিকার এবং এর মধ্যে ২ জনের অগ্নিদগ্ধের কারণে মারা গেছেন। ১০ জন কন্যাসহ ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছেন। এছাড়া ১ জন কন্যা অপহরণ চেষ্টার শিকার হয়েছেন এবং নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ১টি। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৩ জন, এর মধ্যে ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১০ জন কন্যাসহ মোট ২৬ জন। পাশাপাশি ১০ জন কন্যা উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। এর মধ্যে ২ জন কন্যা উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছেন। বিভিন্ন কারণে ৩ জন কন্যাসহ ২৯ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ১ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৪ জন কন্যাসহ ১৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৯ জন কন্যাসহ ১৮ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ জন কন্যাসহ ৩ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হন। ১ জন ফতোয়ার শিকার হয়েছেন। ২ জন পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। ২ জন কন্যাসহ সাইবার অপরাধের শিকার হয়েছেন ৪ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১টি। এছাড়া ১ জন কন্যাসহ ৩ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।