মোশাররফ করিমসহ ৫ জনের নামে ৫০ কোটি টাকার মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:০৩ পিএম, ১৯ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৪৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বৈশাখীতে টিভিতে ‘হাই প্রেসার-২’ নামের একটি নাটকে অ্যাডভোকেটদের হেয় প্রতিপন্ন করায় নাট্য অভিনেতা মোশাররফ করিম, ফারুক আহমেদ ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল রবিবার (১৮ জুলাই) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে ৫০ কোটি টাকার এ মানহানির মামলাটি করেন আইনজীবী মো: রফিকুল ইসলাম হোসাইনী।
মামলায় অভিযোগ করা হয়, ‘হাই প্রেসার-২’ নাটকটি বৈশাখী টিভির অনলাইনেও প্রচারিত হয়। এতে আইন পেশাকে কটাক্ষ করা হয়েছে। তাই এ মামলায় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা জামিল হোসেন, ফারুক আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে বিবাদি করা হয়েছে।
মামলার বাদি অ্যাডভোকেট মো: রফিকুল ইসলাম হোসাইনী জানান, বিষয়টি আইন পেশার জন্য কটাক্ষ ও মানহানিকর। তাই শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ মামলাটি তদন্ত সাপেক্ষে আগামী ১৮ আগস্ট রিপোর্ট দাখিলের জন্য পিবিআইকে নির্দেশে দিয়েছেন। আশা করি আমরা ন্যায় বিচার পাবো।