জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে লজ্জা প্রকাশ করেছেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ পিএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:৫০ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে লজ্জা প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ দুপুরে রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি বলেন, "পুলিশ কোন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেটি সবাই জানে।"
আইজিপি বলেন, "সারা দেশে চুরি, ছিনতাই, খুন বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই। সবাই মিলে প্রতিরোধ করতে হবে।"
আরেক প্রশ্নের উত্তরে বাহারুল আলম বলেন, "যেসব সমন্বয়কদের হত্যা হুমকি দেওয়া হয়েছিল, প্রতিটি বিষয় পুলিশ সুরাহা করেছে।"
একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, "৫ আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে এত প্রাণহানি হতো না।"