সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০২ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৭:৫৮ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
'সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪'-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। ওই বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪'-এর চূড়ান্ত খসড়া উপস্থাপন করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকের আলোচনা অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভোটে এ খসড়া উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন করা হয়েছে।
এছাড়া গণভবনে 'জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর' প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাব বাস্তবায়ন করবে।
এর বাইরে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।