৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মশালা মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও রংপুরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:০৭ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনীতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে মুন্সিগঞ্জে বিভাগীয় কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।
কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রোখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।