গুমে জড়িত শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:৩৭ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
গুম কমিশন শনিবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রথম প্রতিবেদন জমা দিয়ে জানিয়েছেন গত ১৫ বছর গুমের ঘটনায় গণহত্যাকারী হাসিনা জড়িত ছিলেন।
অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করেছেন।
মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী অভিযুক্ত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কে বিলুপ্ত করার সুপারিশও করেছে কমিশনটি।