আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি : প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪ | আপডেট: ০৯:৪৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘এ মুহূর্তে আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি।’
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক নাগরিক সম্মেলনে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
সম্মেলনের থিম ছিল ‘সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার: অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর আকাক্সক্ষা’, যা এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ আয়োজন করে। তিনি বলেন, গত কয়েক বছরে বিচার প্রক্রিয়ায় বিচারবোধ ও ন্যায়বিচারের মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তা বিকৃত করা হয়েছে। সততার পরিবর্তে অসততা, অধিকারের পরিবর্তে বঞ্চনা, বিচারের পরিবর্তে নিপীড়ন এবং আশ্রয়ের বদলে নির্যাতনকে একটি স্বাভাবিক বিষয় হিসেবে পরিণত করা হয়েছে। তিনি বলেন, ‘এ ধরনের একটি সমাজ এবং রাষ্ট্র আমরা চাইনি।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘এ ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমাদের নতুন করে যাত্রা শুরু করতে হবে। এই চ্যালেঞ্জ অনেক বড়, তবে আজ থেকে আমরা প্রতিটি শুভ ও কল্যাণকর কাজে, গণমুখী, জনগণকেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবো।’
তিনি আরও উল্লেখ করেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে বিচার বিভাগও ভগ্নদশা থেকে মুক্ত নয়। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিচার বিভাগ কিছু প্রাতিষ্ঠানিক সংস্কারের পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে নতুন যাত্রা শুরু করেছে।
প্রধান বিচারপতি বলেন, ‘ছাত্র-জনতার বিজয়ের ঐতিহাসিক মুহূর্ত আমাদের সামনে এসেছে, যা নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। আমরা যেন এ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারি, সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এই বক্তব্যের মাধ্যমে প্রধান বিচারপতি বিচার বিভাগের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যত লক্ষ্য সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।