দেশ গঠনে তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে : ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৭ পিএম, ২৮ সেপ্টেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৮:৫৪ এএম, ১ নভেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। এজন্য তারেক রহমান নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নিজের এ প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। তবে দেশের নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সমালোচনার সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি।
‘বলা না বলা’ শিরোনামে প্রকাশিত ওই বিশেষ অনুষ্ঠানে মরহাদ মজহার বলেন, ‘তারেক রহমান একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তিনি চেষ্টা করছেন, প্রতিহিংসার রাজনীতি করবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা নানাভাবে তরুণদের আকর্ষণ করছে। তারেক রহমানকে আপনি পছন্দ করেন আর না করেন, তরুণদের মাঝে তার একটা গ্রহণযোগ্যতা আছে।
ফরহাদ মজহার বলেন, তিনি (তারেক রহমান) ইতোমধ্যেই আগামী দিনের গঠনতন্ত্র কী হতে পারে তার একটা বক্তব্য (মতামত) তিনি দিতে পেরেছেন। বিএনপির ১৯৭২ সালের সংবিধান টেনে নেওয়ার কোনো যুক্তি নাই। বিএনপি বলতে পারে, এ দেশের জন্য ৭২ সালের সংবিধান কোনো দরকার নেই। আমরা আমাদের দেশের জন্য উপযোগী একটা গঠনতন্ত্র প্রণয়ন করব এবং সেটা করার জন্য এই সরকাকে সহযোগিতা করব।
বিশিষ্ট এই বুদ্ধিজীবী বলেন, তরুণদের আমি বলব আপনারা ইচ্ছা করলে তারেকের বিরুদ্ধে ক্যাম্পেইন করে আপনারা তারেককে মুছে ফেলতে পারবেন না। এটা হবে না। এ কথা বলাও আইনগত ভুল। তারা যদি বলে থাকে এটা ভুল করে বলতে পারে, আমরা এক ফ্যাসিস্ট গেছে, আরেক ফ্যাসিস্ট আনতে চাই না। এটা বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে। এটা বলার দরকার নেই আমাদের। আমাদের বলা উচিত, এটা আমাদের দেশ এবং বিএনপির কাছে দাবি করে বলা উচিত, এই দেশ গড়বার ক্ষেত্রে আপনাদেরও দায় আছে।
ফরহাদ মজহার বলেন, বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে। এটা আসবেই। আপনি এটা ঠেকাতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের খুব আশা, তারেক এ নেতৃত্ব নেবে।
দিনকাল/এসএস