আসামি ধরতে গিয়ে মারধর, তিন পুলিশ বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৫ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ঢাকার বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে মারধর ও অপেশাদার আচরণের অভিযোগে যাত্রাবাড়ী থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় ডিএমপির ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন, যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা। এরবাইরে ঘটনাস্থলে থাকা একজন আনসার সদস্যকে তার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্ ইফতেখার আহমেদ জানান, যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। একজন আনসার সদস্যকে বাহিনীতে পাঠানো হয়েছে।