রোমানিয়ায় পৌঁছেছেন 'বাংলার সমৃদ্ধি'র ২৮ নাবিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৫৭ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক ইউক্রেন থেকে নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন।
আজ রবিবার (৬ মার্চ) সকালে তাঁরা রোমানিয়ায় পৌঁছান।
রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী আজ প্রথম আলোকে এ তথ্য জানান।
দাউদ আলী বলেন, ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন। এখন তাঁদের দেশে ফেরানো হবে।
গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দর জেটির অদূরে নোঙর করে রাখা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। গোলার আঘাতে জাহাজের তৃতীয় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন।
হামলার ২৪ ঘণ্টার মাথায় গত বৃহস্পতিবার ইউক্রেনপ্রবাসী বাংলাদেশিদের সহায়তায় নাবিকদের একটি টাগবোটে করে বন্দরের বাইরে একটি বাংকারে নেওয়া হয়।
বাংকারে ৩৯ ঘণ্টা কাটানোর পর গতকাল শনিবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টার দিকে নাবিকেরা বাসে ওঠেন। তাঁরা প্রতিবেশী দেশ মলদোভা সীমান্তের উদ্দেশে রওনা দেন। ২০০ কিলোমিটার যাত্রাপথে একপর্যায়ে তাঁরা মলদোভা সীমান্তমুখী গাড়ির জটে পড়েন।
ইউক্রেন থেকে রওনা হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর ২৮ নাবিক নিরাপদে মলদোভার সীমান্তে পৌঁছান। পরে তাঁরা রোমানিয়ার উদ্দেশে রওনা হন। আজ সকালে তাঁরা নিরাপদে রোমানিয়ায় পৌঁছান।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল বলেছেন, তাঁরা শিগগির ২৮ নাবিককে দেশে ফিরিয়ে আনবেন।