রাশিয়া-ইউক্রেন সংকট
বাংলাদেশিদের সেবা দিতে তিন মিশনকে প্রস্তুত থাকার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৩ এএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৮:০১ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তার জন্য পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, ইউক্রেন থেকে আসা বাংলাদেশিদের সব ধরনের সেবা দিতে হবে।
আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকেপড়া বাংলাদেশিরা পোল্যান্ড, রোমানিয়া, সেøাভাকিয়া, হাঙ্গেরি ও মলডোভা- যেখান দিয়ে সুবিধা সেখান দিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় তাদের যেকোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে মিশনগুলো।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইউক্রেন পরিস্থিতিতে পোল্যান্ড, রোমানিয়া ও অস্ট্রিয়ার মিশনকে বাংলাদেশিদের সব ধরনের কনস্যুলার ও অন্যান্য ধরনের সহায়তা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে বাংলাদেশিরা যাতে যোগাযোগ করতে পারেন সে জন্য কয়েকটি নম্বর দেয়া হয়েছে।
সেøাভাকিয়া এবং হাঙ্গেরির জন্য; অস্ট্রিয়া, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস
>> রাহাত বিন জামান, ডেপুটি চিফ অব মিশন +৪৩ ৬৮৮ ৬০৩৪৪৪৯২
>>জুবায়দুল এইচ চৌধুরী, এসিও +৪৩ ৬৮৮ ৬০৬০৩০৬৮
রোমানিয়া এবং মলদোভার জন্য; রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট
>> মীর মেহেদী হাসান, +৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯, (টেলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ)+৪০ (৭৪২) ৫৫৩ ৮০৯
পোল্যান্ডের জন্য : পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ :
>> মো. মাসুদুর রহমান, +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২
>> মো. মাহবুবুর রহমান, +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩
>>এমএসটি ফারহানা ইয়াসমিন +৪৮ ৬৯০ ২৮২ ৫৬১
>>বিল্লাল হোসেন, +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫
>>মো. রব্বানী, +৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩