ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, একদিন সেখানে যেতে ভিসা লাগবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৪ পিএম, ৬ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৩১ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ভারতের সাথে বাংলাদেশের রক্তের সম্পর্ক, তাই একদিন দেশটিতে যেতে কোনো ভিসা লাগবে না বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরামের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কারণে ১৯৭১ সালে বাংলাদেশের সম্মান বেড়েছিল, এখনও বাড়ছে। ভারতসহ ১৮টি দেশের সাথে স্বাধীনতা উদযাপন করছি। ভারত বাংলাদেশের সম্পর্ক সোনালি অধ্যায়ে পৌঁছেছে।
দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে; এখনও স্বাধীনতা বিরোধীরা তৎপর। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে ঢাকা সিটির মেয়র-কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব আবোল-তাবোল বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন। দাবি করেন, মির্জা ফখরুল বলতে চেয়েছেন, খালেদা জিয়া না থাকলে বিএনপি থাকবে না। বিএনপি ক্ষমতা দখলের যে দিবাস্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।