সাকিব নয়, খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ এএম, ১৮ নভেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০১:৪৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটে চমক দেখিয়েছিল জেমকন খুলনা। একই সাথে তারা দলে টানে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে। দুজন এ গ্রেডের খেলোয়াড়কে দলে নেয়ায় পর থেকে ক্রিকেট প্রেমিদের কৌতূহল ছিল কে হচ্ছেন অধিনায়ক?
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জেমকন খুলনা জানায়, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাদের অধিনায়ক হিসেবে থাকছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
এক বিবৃতিতে জেমকন স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর কাজী এনাম আহমেদ বলেন, ‘সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ একসাথে দলে থাকায় আমরা খুবই আনন্দিত। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জেমকন খুলনার অধিনায়কত্ব করবেন। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাব নিয়ে চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে খেলব।’
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আমি জেমকন খুলনার মালিক কাজী এনাম আহমেদ এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই আমার ওপর বিশ্বাস রেখে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনাকে নেতৃত্বের সুযোগ করে দেয়ার জন্য। টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৪ নভেম্বর। নিজেদের প্রথম ম্যাচে জেমকন খুলনা মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশালের।