রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৪৯ পিএম, ৬ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:৫০ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
২০১২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ ক্লাব চেলসি। আর তারপর আট মৌসুম চলে গেলেও খেলা হয়নি ইউরোপের সর্বোচ্চ মর্যাদার এই টুর্নামেন্টির ফাইনালে।
অন্যদিকে এই আট মৌসুমে চারটি ফাইনাল খেলে চারবারই শিরোপা ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে এবার অপেক্ষার পালা শেষ হলো চেলসির। চ্যাম্পিয়নস লিগে দুই বছর পর ফের অল ইংলিশ ফাইনাল দেখবে ফুটবল প্রেমীরা।
গতকাল বুধবার (০৫ মে) রাতে ইংল্যান্ডের বিখ্যাত স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে সেমি-ফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। রিয়ালের মাঠে ১-১ ড্র করে ফেরা ইংলিশ দলটি দুই লেগ মিলিয়ে ৩-১ অগ্রগামিতায় ফাইনালের টিকেট নিশ্চিত করলো।
চেলসির হয়ে ম্যাচের ২৮তম মিনিটে কাই হার্ভাটজের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন টিমো ভার্নার। আর ম্যাচের শেষ মুহূর্তে ৮৫ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের অ্যাসিস্ট থেকে দলের লিড দ্বিগুণ করেন মেসন মাউন্ট।
২০১১-১২ আসরে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে চেলসি।
অন্যদিকে আগেই পিএসজিকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পা রাখে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ২০১৯ সালের পর আবারো অল ইংলিশ ফাইনাল দেখবে ফুটবল ভক্তরা।