অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের পর থাকছেন না কোহেলি, পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৩৭ এএম, ১০ নভেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০১:৪৩ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের পর বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। তার পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে ভারতীয় বোর্ড বিসিসিআই। সিরিজের জন্য পরিবর্তিত দলে রাখা হয়েছে রোহিত শর্মা ও থাঙ্গারাসু নটরাজনকে।
আজ সোমবার বিসিসিআই এক বিবৃতিতে জানায়, রোহিতের চোট পর্যবেক্ষণ করে তাকে টেস্ট দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমিত ওভারের দুই সংস্করণ থেকে এই ওপেনারকে বিশ্রাম দিয়েছে বোর্ড।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি শেষে আগামী ১৭ ডিসেম্বর চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলবে ভারত। সে টেস্টে দলকে নেতৃত্ব দেওয়ার পরই ছুটি মিলবে। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে নেতৃত্ব ভারটা সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের কাঁধেই পড়বে। সাধারণ সময় হলে হয়তো ৭ ও ১৫ জানুয়ারির টেস্টে কোহলিই নেতৃত্ব দিতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোহলিকে আবার ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছে বোর্ড।