প্রটিয়াদের রেকর্ড জুটিতে দ্রুত গতিতে বাড়ছে লিড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩২ এএম, ২২ অক্টোবর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৪:৪৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গতকাল মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুরে আগে ব্যাত করতে নেমে সুবিধা করে ওঠতে পারেনি টাইগাররা, ১০৬ রানে অল আউট হয় নাজমুল শান্তর দল। তবে অল্প সংগ্রহে আউট হলেও পরে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়েছিলেন তাইজুল ইসলাম, গতকালই ফাইফার পেয়েছেন তিনি।
এদিকে তাইজুলের ঘূর্ণিতে ৬ উইকেট হারিয়ে ১৪০ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল সফরকারীরা। দিন শেষে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে অপরাজিত ছিলেন কাইল ভেরেইন এবং উইয়ান মুল্ডার। এ দুজনই আজ পথ দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকাকে।
প্রথম দিন শেষে ১৮ রানে অপরাজিত থাকা ভেরেইন আজ দিনের প্রথম সেশনেই নিজের ফিফটি তুলে নিয়েছেন। উইয়ান মুল্ডারও তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন, তিনিও আছেন ফিফটির পথে।
এ দুজনের জুটিও ইতোমধ্যেই রেকর্ড গড়েছে, দুজনে অবিচ্ছিন্ন আছেন ১০২ রানের জুটিতে, বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এর আগে এই রেকর্ডটি ছিল ৮০ রানের, সেই জুটিতেও ছিলেন মুল্ডার, সঙ্গী ছিলেন কেশব মহারাজ।
প্রোটিয়া এই দুই ব্যাটার আজ দিনের শুরু থেকেই বেশ ভালোভাবে সামলাচ্ছেন টাইগার বোলারদের, দুজনেই দেখেশুনে খেলে বাড়াচ্ছেন দলীয় সংগ্রহ, এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইতোমধ্যেই প্রোটিয়াদের লিড ১০৮ রানের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২২৭ রান, লিড ১২১ রানের।