উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:০০ পিএম, ১৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:২৭ পিএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
টানা দ্বিতীয়বার উইজডেন ক্রিকেটারস অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
গতকাল বুধবার (১৪ এপ্রিল) প্রকাশিত উইজডেন অ্যালমানাকের ২০২১ সালের সংখ্যায় স্টোকসকে সেরা ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়েছে।
২০২০ সালে সাতটি ম্যাচে স্টোকস গড়ে ৫৮.২৭ রান করেছেন। সবোর্চ্চ রান ছিল ৬৪১। পাশাপাশি এসব ম্যাচে নিয়েছেন ১৯টি উইকেট।
এর আগে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজে ঐতিহাসিক জয় এনে দেওয়ার সুবাদে ২০২০ সালেও বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন স্টোকস। তার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি টানা তিন বছর এই স্বীকৃতি পেয়েছিলেন।
টানা দ্বিতীয়বার শীর্ষ ক্রিকেটার হিসেবে স্টোকসের স্বীকৃতির বিষয়ে উইজডেনের সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে উইজডেনের বিশ্বের শীর্ষ ক্রিকেটার হিসেবে দুইবার স্বীকৃতি পেয়েছে স্টোকস। পিতার মৃত্যুশোক সয়েও মাঠে দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়ে গত বছরও সেরা হয়েছিল সে।’