আইরিশদের ইনিংস হারের শঙ্কায় ফেলে দিয়েছেন ইয়াসির-তানভীররা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪২ এএম, ২৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৫৯ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে চার দিনের অনানুষ্ঠানিক টেস্টে দুই দিনেই পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিল বাংলাদেশ ইমার্জিং দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলতি টেস্টটিতে ইনিংস পরাজয়ের শঙ্কায় রয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে তানভীর ইসলামের ঘূর্ণিতে ১৫১ রানেই গুটিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড উলসের ইনিংস। জবাবে ৩১৩ রান করে বাংলাদেশ ইমার্জিং দল। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ফের তানভীরের তোপে পড়েছে আইরিশরা। এবার ৩৩ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৪ উইকেট, যার মধ্যে তিনটিই প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া তানভীরের। প্রথম দিনে সফরকারীদের অল্প রানে গুটিয়ে দিয়ে ১ উইকেটে ৮১ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ ইমার্জিং দল। সাইফ হাসান ২২ আর মাহমুদুল হাসান জয় ১৮ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় দিনের সকালে দুজনই দারুণ ব্যাটিং করেছেন। তবে আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে উভয়কেই। হাফসেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে সাইফ (৪৯) আউট হয়ে যান, ভাঙে ৮৩ রানের জুটি। পরের ওভারেই ৪২ রান করে সাজঘরে ফেরেন জয়ও। চতুর্থ উইকেটে ১১২ রানের বড় জুটি গড়েন ইয়াসির আলী রাব্বি আর তৌহিদ হৃদয়। হৃদয় ব্যক্তিগত ৩৬ রানে এলবিডব্লিউ হন। সঙ্গী হারিয়ে যেন ধৈর্য হারিয়ে ফেলেন ইয়াসিরও। সেঞ্চুরির দোরগোড়ায় গিয়ে ভুল করে বসেন। দারুণ খেলতে খেলতে ব্যক্তিগত ৯২ রানে জোনাথান গার্থের বলে এলবিডাব্লিউ হন ইয়াসির। ১১৫ বলের ইনিংসে ৮টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি। এরপর সেট হয়ে আউট হয়েছেন শাহাদাত হোসেন (২০), আকবর আলিরা (১৯)। ৯০ ওভার পার করে বাংলাদেশ ইমার্জিং দল থামে ৩১৩ রানে। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়েছে আয়ারল্যান্ড উলভস। জেমস কলাম ইবাদত হোসেনের বলে উইকেটরক্ষকের ক্যাচ হন ১ রান করেই। এরপর টানা দুই ওভারে তিন ব্যাটসম্যানকে আউট করেছেন তানভীর। ৪ উইকেটে ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী দল। এখনও ১২৭ রানে পিছিয়ে তারা। স্পিনে দুর্বল আইরিশদের ইনিংস পরাজয় এড়ানো কঠিন চ্যালেঞ্জই হবে।