গোলাপি বলে ১১২’তে শেষ ইংল্যান্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৪ এএম, ২৫ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:০০ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
ইংল্যান্ড দলকে যেন নতুন করে ক্রিকেটের অক্ষর জ্ঞান দিলেন ভারতের বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। গোলাপি বলের দিবারাত্রির ম্যাচে একের পর এক ভুল শট কিংবা ভুল লাইনে খেলে আউট হয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। অথবা ঘুরিয়ে বললে, তাদের ভুল লাইনে খেলতে বাধ্য করেছেন অক্ষর-অশ্বিনরা।
যে কারণে ঘুরে দাঁড়ানোর মিশনে ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১১২ রানেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। সফরকারী ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলা করে নিজের তিন ইনিংসের ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ফাইফার নিয়েছেন অক্ষর প্যাটেল, যোগ্য সঙ্গ দেয়া রবিচন্দ্রন অশ্বিনের নামের পাশে জমা পড়েছে ৩ উইকেট।
উৎসবের উপলক্ষ্য ছিল ভারতের ডানহাতি পেসার ইশান্ত শর্মার জন্য। ভারতের ১১তম ক্রিকেটার ও ২য় পেসার হিসেবে ১০০তম টেস্ট খেলতে নেমেছেন তিনি। কিন্তু আহমেদাবাদের মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের স্পিনিং উইকেটে তাকে দিয়ে ৫ ওভারের বেশি বোলিং করাননি অধিনায়ক বিরাট কোহলি।
অবশ্য অক্ষর-অশ্বিনদের স্পিনে এমনভাবেই কুপোকাত হয়েছে ইংলিশরা, পেসারদের দিকে তাকানোর প্রয়োজন হয়নি ভারতীয় অধিনায়কের। একাদশে চার পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রাওলি একাই করেছেন ৫৩ রান। বাকিরা সবাই মিলে করেছেন মাত্র ৫৯ রান।
ইংল্যান্ডের ইনিংসের তৃতীয় ওভারে প্রথম ব্রেকথ্রু'টা দিয়েছিলেন ইশান্তই। তার হালকা সুইংয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাটের বাইরের কানায় দ্বিতীয় স্লিপে ধরা পড়েন ইংলিশ ওপেনার ডম সিবলি। পুরো ইনিংসে এই একটিই সাফল্য ইশান্তের। বাকি গল্পটা নিজের বাঁহাতে লিখেছেন অক্ষর।
সপ্তম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে প্রথম বলেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফেরান অক্ষর। বেয়ারস্টো-সিবলির কেউই রানের খাতা খুলতে পারেননি। তৃতীয় উইকেট জুটিতে হালকা প্রতিরোধ গড়েন ইংলিশ অধিনায়ক জো রুট ও ওপেনার ক্রাওলি। তাদের ৪৭ রানের জুটি ভাঙেন অশ্বিন, লেগ বিফোরের ফাঁদে পড়েন ১৭ রান করা রুট।
প্রথম সেশনের বিরতির আগে ইংলিশদের চতুর্থ উইকেট অক্ষর। তিনি ফেরান সর্বোচ্চ স্কোরার ক্রাওলিকে। স্রোতের বিপরীতে খেলে ৮৪ বলে ১০ চারের মারে ৫৩ রান করেন ক্রাওলি। চা পানের বিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৭ ওভারে ৪ উইকেটে ৮১ রান।
চা পান করে যেন আরও উদ্দমী হয়ে ওঠেন অশ্বিন-অক্ষর। দ্বিতীয় সেশনে ২১.৪ ওভার খেলে মাত্র ৩১ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় ইংল্যান্ড। পাল্লা দিয়েই উইকেট নিয়েছেন অক্ষর ও অশ্বিন। যেখানে জয়ী হয়েছেন মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা অক্ষর।
চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল তার। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়ার পর, দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। আজ আবার ম্যাচের প্রথম ইনিংসেই নিলেন ৬ উইকেট। ভারতের মাত্র তৃতীয় বোলার হিসেবে ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসে দুইবার ফাইফার নেয়ার গৌরব অর্জন করেছেন ২৭ বছর বয়সী এ বাঁহাতি স্পিনার।
রুট-ক্রাওলির পর ইংল্যান্ডের পক্ষে দুই অঙ্কে যেতে পেরেছেন বেন ফোকস (৫৮ বলে ১২) ও জোফরা আর্চার (১৮ বলে ১১)। এছাড়া বাকিরা লিখেছেন ব্যর্থতার গল্প।
ইংল্যান্ডের ৪৮.৪ ওভারের মধ্যে একাই ২১.৪ ওভার করেছেন অক্ষর, ৩৮ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। অশ্বিন ৩ উইকেট নিয়েছেন ২৬ রানে।