দ্বিতীয় টেস্টে আজ মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৮ এএম, ১১ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৩৬ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। সেই হারের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই দ্বিতীয় টেস্টের লড়াইয়ে নামছেন মুমিনুল-তামিমরা। প্রথম টেস্টের ব্যর্থতা ভুলে এবার নতুনভাবে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা। আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে।
আজ বুধবার ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘অতীত যেটা হয়েছে তা নিয়ে চিন্তা না করাই ভালো। ইতিবাচক বিষয়গুলো নিয়ে সামনের দিকে এগোতে চাই আমরা। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা চাপ আছে। তা নিয়ে না ভেবে জয়ের লক্ষ্যে মাঠে নামতে চাই।’
আর একাদশ সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কন্ডিশনের ওপর নির্ভর করছে আমাদের একাদশ কেমন হবে। পেসারদের প্রাধান্য দেওয়া হবে। তবে উইকেট দেখে আমরা কাল সিদ্ধান্ত নিব।’
হাতের মুঠোয় থাকা প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে তিন উইকেটে। চট্টগ্রামে কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তুমুল লড়াইয়ের পর চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের পাহাড় টপকে রেকর্ড জয় তুলে নেয় সফরকারীরা। মায়ার্স তাঁর অভিষেক ম্যাচে খেলেন ২১০ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজ দিয়েই সেই প্রতিশোধ নিতে মুখিয়ে আছে তারা। তা ছাড়া প্রথম ম্যাচের জয়ের আত্মবিশ্বাসে বেশ ফুরফুরে মেজাজে আছে অতিথিরা।