নারী ফুটবলের সমস্যার ও সম্ভাবনা নিয়ে কাজ করবে সরকার : আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৩ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০৭:৩৮ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা খুব ধৈর্য সহকারে নারী ফুটবলারদের কথা শুনেছেন। বিভিন্ন সমস্যার কথা শুনেছেন এবং সেগুলো লিখিতভাবে দেওয়ার জন্য বলেছেন। সেগুলোর লিখিত পেলে খুব দ্রুত ব্যবস্থা নেবে সরকার।
এসময় তিনি বলেন, বাংলাদেশের নারী ফুটবলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে আগ্রহী সরকার।
আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, নারী ফুটবলাররা প্রত্যেকের সাইন করা জার্সি এবং ফুটবল প্রধান উপদেষ্টাকে গিফট করেছেন। প্রধান উপদেষ্টাসহ আমরা সবাই নারী ফুটবলারদের সঙ্গে ব্রেকফাস্ট করেছি।
দিনকাল/এসএস