ছাদখোলা বাসে বিমানবন্দর ছাড়লেন সাফজয়ী নারী দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০০ পিএম, ৩১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৫:২৬ পিএম, ২ নভেম্বর,শনিবার,২০২৪
ছাদ খোলা বাসে চড়ে বিমানবন্দর ছেড়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বিভিন্ন রুট ঘুরে তাদের বহনকারী বাসটি যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যালয়ে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের সঙ্গে দেখা করবেন।
গতকাল নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশীপে টানা দ্বিতীয় শিরোপা জেতে বাংলাদেশ। এরপর আজ দুপুরে চ্যাম্পিয়ন দল ঢাকায় পৌঁছায়।
গতকাল রাতেই জানা গিয়েছিল সাফজয়ী দলকে ছাদখোলা বাসে চড়িয়ে বাফুফে ভবনে আনা হবে। এর আগে ২০২২ সালে প্রথমবার সাফ জেতে বাংলাদেশ। সেবারও একইভাবে ছাদখোলা বাসে চড়েন মেয়েরা।
দিনকাল/এসএস