চট্টগ্রামে টেস্টের আগে হাসপাতালে সাকিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৪ পিএম, ১৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:০৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আগামীকাল শুরু ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। চট্টগ্রামে এই টেস্টের আগে আজ সকালে হাসপাতালে গেছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে পিঠে বল লেগেছিল সাকিবের। এরপর এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখতেই আজ হাসপাতাল গেছেন সাকিব।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে এসেছিলেন সাকিব। ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। কিন্তু সাকিবকে ব্যাটিং-বোলিং করতে দেখা যায়নি।
আজ সবার আগে মাঠে এসেছেন টেস্ট অধিনায়ক। কিন্তু আজও ব্যাটিং-বোলিং না করেই হাসপাতালে যান তিনি। সঙ্গে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
৭ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। এ জন্য দলের সঙ্গে থাকলেও গতকাল অনুশীলন করেননি।
ব্যথা না কমায় মাঠ থেকেই স্ক্যান করাতে আজ তাঁকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।