টি-টেন লিগে নাম লেখালেন মুস্তাফিজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৮ পিএম, ২০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:১২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর আবুধাবি টি-টেন লিগের ৬ষ্ঠ আসরে নাম লেখালেন পেসার মুস্তাফিজুর রহমান। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে টি-টেন লিগ কর্তৃপক্ষ।
টি-টেন লিগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, 'ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমান্থ চামিরা, মুস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি এবং টাইমাল মিলস সবাই #AbuDhabiT10 সিজন ৬-এর ড্রাফটে রয়েছেন!'
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান টি-টেন লিগে খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। দলটির আইকন খেলোয়াড় এবং অধিনায়কও তিনি। এক প্রতিক্রিয়ায় সাকিব নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে লেখেন, ‘আগামী মৌসুমে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, এমন একটা দলের হয়ে খেলা সব সময় দারুণ অনুভূতি। এখন নতুন এক অভিজ্ঞতার অপেক্ষায় আছি।’
এছাড়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টুর্নামেন্টটির উদ্বোধনী আসরেও অংশ নিয়েছিলেন। ২০১৭ সালে শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাখতুনসের হয়ে খেলেছিলেন। তবে দল পেলে এবারই প্রথম খেলবেন মোস্তাফিজ। এর আগের আসরে ড্রাফটে নাম থাকলেও ব্যস্ত সূচির কারণে তিনি দল পাননি।
তামিম-মুস্তাফিজরা ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে নাম আছে জেসন রয়, ডেভিড মালান, নাজিবউল্লাহ জাদরান, রেজা হেন্ড্রিক্স এবং জেমস ভিন্সের।
টি-টেনের পরবর্তী আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। আগামী ২৩ নভেম্বর শুরু হবে টি-টেন লিগের এবারের আসর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।