আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে চলাকালে বোমা হামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫৩ এএম, ৩০ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১১:৩৩ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে বোমা বিস্ফোরণ হয়েছে।
গতকাল শুক্রবার (২৯শে জুলাই) কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই আত্মঘাতী হামলায় দর্শকদের ৪ জন আহত হয়েছেন।
আফগানিস্তানে চলছে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপেজা ক্রিকেট লীগ (এসসিএল)। গত ১৮ই জুলাই শুরু হওয়া ৮ দলের এই প্রতিযোগিতাটির পর্দা নামবে আগামী ৫ই আগস্ট। শুক্রবার সেই টুর্নামেন্টে বান্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমির ম্যাচ চলাকালীন ঘটে এই বিস্ফোরণ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান এক বিবৃতিতে জানান, ‘শুক্রবার টি-টোয়েন্টি টুর্নামেন্টে শাপেজা লীগে বান্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমির ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণে দর্শকদের মধ্যে চার জন বেসামরিক নাগরিক আহত হন।’ এসিবি স্টাফ ও খেলোয়াড়রা নিরাপদ আছেন বলেও জানান তিনি।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের সময় সংস্থাটির শীর্ষ কর্মকর্তা রমিজ আলাকবারভ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে আলাকবারভ বলেছেন, ‘আজকের বিস্ফোরণটি আফগানিস্তানের জনগণ যে ভয়ঙ্কর এবং আকস্মিক সহিংসতার সম্মুখীন হচ্ছে, তা আরেকবার প্রকাশিত হল।’
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটানোর কিছুক্ষণের জন্য ম্যাচ থেমে যায়। এলাকাটি পরিষ্কার করার পর ম্যাচটি পুনরায় শুরু হয়।’
ম্যাচ চলাকালে আকস্মিক বিস্ফোরণ ঘটলে দুই দলের ক্রিকেটাররা মাঠ ছেড়ে নিরাপদস্থানে আশ্রয় নেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ম্যাচ শুরু হয়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দুই দলের লড়াইয়ে ৯ উইকেটের জয় পায় বান্দ-ই-আমির ড্রাগনস।