অবশেষে ‘মুক্ত’ ওয়েস্ট ইন্ডিজ দল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৪১ পিএম, ১৪ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০১:৩২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলবে তারা। গত ১০ জানুয়ারি ঢাকার আসা ক্যারিবীয়রা হোটেল রুমেই কোয়ারেন্টাইনে রয়েছে।
ঢাকায় পৌঁছেই তিন দিনের কোয়ারেন্টিন করতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। হোটেলে বন্দী থেকেই কেটেছে তাদের বাংলাদেশ-অধ্যায়ের শুরুটা। এরই মধ্যে সফরকারীদের সকলের প্রথম দফায় করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে ৩৮ সদস্যের দলের কারো শরীরেই করোনা শনাক্ত হয়নি। ৩৮ সদস্যের সবাই করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন।
গত ১১ জানুয়ারি, সোমবার তাদের নমুনা নেয়ার পর গতকাল ১২ জানুয়ারি, মঙ্গলবার আসা ফলাফলে সকলেই করোনা নেগেটিভ হয়েছেন বলে জানা গেছে। গতকাল বিষটি নিশ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার ডারিও বার্থলে।
তবে আজ থেকে ঢাকার হাওয়া-বাতাস গায়ে মাখতে পারছে ক্যারিবীয় ক্রিকেটাররা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে আজই প্রথম অনুশীলন করতে মাঠে নেমেছিল তাঁরা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ও নেটে আজ চলেছে তাদের নিজেদের ঝালিয়ে নেওয়ার পালাটা।
আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২০ জানুয়ারি মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৯-৩১ জানুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।