ওয়ানডেতে আমরা স্থিতিশীল দল, টেস্টে নয় : মুমিনুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩০ এএম, ১৪ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৩১ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
দক্ষিণ আফ্রিকার সফরের শুরুটা জয় দিয়েই করেছিল বাংলাদেশ দল, জিতেছিল ওয়ানডে সিরিজ। কিন্তু সেই আনন্দ আর থাকেনি শেষ পর্যন্ত। কেননা বিশাল ব্যবধানে হারতে হয়েছে টেস্ট সিরিজের দুই ম্যাচে। যেখানে মুমিনুল হকের দল দুইবার অলআউট হয়েছে ১০০ রানের নিচে।
ব্যর্থতাময় এ টেস্ট সিরিজ শেষে গতকাল বুধবার সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে টাইগারদের প্রথম বহর। যেখানে লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামদের সঙ্গে ছিলেন অধিনায়ক মুমিনুল হকও। স্বাভাবিকভাবেই বিমানবন্দরে নামার পর নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে মুমিনুলকে।
ওয়ানডের সাফল্য টেস্টে পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের ওয়ানডে সিরিজ তো প্রত্যাশা অনুযায়ী ছিল। টেস্টে উন্নতির কথা যদি বলেন, আগামী দুই বছর বা সারাজীবনই খেলি উন্নতির শেষ নাই।’
তিনি আরও যোগ করেন, ‘টেস্ট ক্রিকেট ওয়ানডের মতো না। পাঁচ দিনের খেলায় সব বিভাগেই ভালো খেলা গুরুত্বপূর্ণ। ভালো জায়গায় বল করা, সেশন অনুযায়ী ও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা। আমি সবসময় বলি টেস্ট ক্রিকেটে আমাদের আরো উন্নতি করতে হবে।’
এছাড়া ওয়ানডের মতো টেস্ট দল স্থিতিশীল নয় জানিয়ে মুমিনুল বলেন, ‘আপনাদের হয়তো প্রত্যাশা বেশি ছিল। অনেকে মনে করছেন একটা টেস্ট জিতে আমরা হয়তো বিশ্বের এক বা দুই নম্বর দল হয়ে গেছি। ওয়ানডেতে তো আমরা অনেক স্থিতিশীল টিম, টেস্টে না। সেটাও আমাদের বুঝতে হবে। নড়বড়ের কিছুই হয়নি।’
এসময় অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন এনে জবাবে তিনি বলেন, ‘(জো) রুট কিন্তু এক বছরে ৬-৭টা সেঞ্চুরি করেছে। তবু তার ওপর চাপ আছে। অধিনায়কত্ব এমন একটা জিনিস যেখানে আপনি পারফর্ম না করলে চাপ আসবেই। এই লেভেলে অধিনায়কত্ব করলে চাপ নিতে হবে। এসব নিয়ে আমি চিন্তিত না। আপনি যত চাপ নিবেন, আপনার খেলা তত উন্নতি হবে।’