সাড়ে চার বছর পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:১৩ পিএম, ৩১ মার্চ,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০০ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
সবশেষ ২০১৭ সালের আগস্টে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ব্রাজিল। প্রায় সাড়ে চার বছর পর আবার শীর্ষ স্থান দখলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলে পরাশক্তি হিসেবে পরিচিত এই দলটি।
আজ বৃস্পতিবার (৩১ মার্চ) প্রকাশিত হাল নাগাদে দেখা যায়, ১৮৩২.৬৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছে ব্রাজিল। ১৮২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে বেলজিয়াম।
সেরা আটে থাকা আর কোনো দলের অবস্থানের পরিবর্তন হয়নি। ফ্রান্স তিনে, আর্জেন্টিনা চারে, ইংল্যান্ড পাঁচে, ইতালি ছয়ে, স্পেন সাতে ও পর্তুগাল আট নম্বরে রয়েছে।
ব্রাজিলের এই উন্নতির পেছনের কারণ বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স। কনমেবল অঞ্চলের বাছাইয়ের দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। প্রথম ম্যাচে চিলিকে ৪-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বুধবার (২৯ মার্চ) বলিভিয়ার বিপক্ষেও ৪-০ গোলের জয় পায় তারা। বলিভিয়ার এস্তাদিও হার্নান্দো স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে এ ম্যাচে জালের দেখা পান রিচার্লিসন, লুকাস পাকুয়েতা ও ব্রুনো গুইমারেস। রিচার্লিসন করেন জোড়া গোল।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে ছিলেন না সেলেসাওদের সবচেয়ে বড় তারকা নেইমার। তবুও ২৪ মিনিটে এগিয়ে যায় সফরকারী দল। সলো মুভে প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে পাস দেন ব্রুনো গুইমারেস। সেই পাস ধরে গোল করেন লুকাস পাকুয়েতা। দ্বিতীয় গোলটি আসে প্রথমার্ধের শেষ মিনিটে বলিভিয়ান ডিফেন্সের ভুল বোঝাবুঝিতে। আয়াক্সে খেলা অ্যান্টোনি ডান প্রান্ত থেকে ক্রস দেন অরক্ষিত রিচার্লিসনকে। তা থেকে গোল করতে ভুল করেননি এভারটন ফরোয়ার্ড।
ম্যাচে দারুণ কয়েকটি ড্রিবলিং আর স্কিল মুভ দেখিয়েছেন আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। দুই দুইবার গোলের কাছে গিয়েও ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় প্রথম গোলটা আর পাওয়া হয়নি। ব্রাজিলের পক্ষে তৃতীয় গোলটি করেন ব্রুনো গুইমারেস। ৬৬ মিনিটে বক্সের ভেতর থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন এ মিডফিল্ডার। দেশের হয়ে এটাই প্রথম গোল নিউক্যাসল ইউনাইটেড তারকার।
ম্যাচে গোলের সুযোগ পেয়েছিল বলিভিয়াও। প্রথমার্ধে গোলের ভালো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন বলিভিয়ান ফরোয়ার্ড হেনরি ভাসা। দুইবার গোলের কাছাকাছি গিয়েও আর গোল পাননি তিনি। বেশ কয়েকটি ভালো সেভ করেছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসনও। রিচার্লিসন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলের দেখা পান খেলার অন্তিম মুহূর্তে। ইনজুরি সময়ের প্রথম মিনিটে গোলটি করেন তিনি।